Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ মিনিটেই ‘পরাভূত’ উড়োজাহাজ ছিনতাইকারী


২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৫১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: বিশেষ প্যারা কমান্ডোর দলের মাত্র ৮ মিনিটের অভিযানেই ‘পরাভূত’ হয়েছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা অস্ত্রধারী। ওই প্যারা কমান্ডো দল পার্শ্ববর্তী বিএনএস ঈশা খাঁ-তে থাকায় দ্রুত এই অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন- কমান্ডো অভিযানে উড়োজাহাজ ‘ছিনতাইকারী’র মৃত্যু

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান। তিনি জানান, অভিযান চালিয়েছেন হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের নেতৃত্বে থাকা প্যারা কমান্ডার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্স কর্নেল মো. এম এম ইমরুল হাসান।

আরও পড়ুন- চট্টগ্রাম বিমানবন্দরে সন্ত্রাসীর কবলে বিমানের উড়োজাহাজ!

মেজর জেনারেল মতিউর রহমান বলেন, ছিনতাইকারীকে নিবৃত্ত করার জন্য প্যারা কমান্ডো বাহিনী প্রথমে তাকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল। কিন্তু সে আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে। এসময় স্বাভাবিক অ্যাকশনে যায় প্যারা কমান্ডো। গোলাগুলিতে প্রথমে সে আহত হয়। পরে সে মারা যায়।

ব্রিফিংয়ে জানানো হয়, ছিনতাইকারীকে হতাহত করার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু সে আক্রমণাত্মক হওয়ায় কমান্ডোরা অ্যাকশনে যেতে বাধ্য হয়েছেন। উড়োজাহাজের মধ্যেই অ্যাকশন হয়েছে। সেখানে সে আহত হয়েছে। পরে বাইরে মারা গেছে।

আরও পড়ুন- শাহ আমানতের পরিস্থিতি নিয়ন্ত্রণে, অভিযানের প্রস্তুতি

বিজ্ঞাপন

মেজর জেনারেল জানান, এ ধরনের ঘটনার পর বিমানবন্দর অচল হয়ে যায়। কিন্তু এটি তো একটি আন্তর্জাতিক বিমানবন্দর। তাই আমাদের প্রধান কাজ, দ্রুত বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করা। তাই অভিযানে বেশি সময় নেওয়া হয়নি। মাত্র ৮ মিনিটেই অভিযান শেষ করা হয়েছে।

আরও পড়ুন- শাহ আমানতে অস্ত্রধারী আটক

ব্রিফিংয়ে এয়ার ভাইস মার্শাল মফিদুল আলম জানান, ছিনতাইকারীকে কথা বলার মধ্য দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করা হয়। কিন্তু সে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে তার ওপর অ্যাকশন নেওয়া হয়।

আরও পড়ুন- ২ কেবিন ক্রু জিম্মি!

তিনি বলেন, ছিনতাইকারীর সব কথা শোনা হবে— এমন কথা বলে তাকে আশ্বস্ত করে সবাইকে বের করে আনা হয়। বিমান বাহিনীর কয়েকজন কর্মকর্তা ক্রেন দিয়ে উঠে পাইলটদের বের করে নিয়ে আসেন।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় কমান্ডোদের অভিযান

ব্রিফিংয়ে জানানো হয়, রোববার বিকেল ৫টা ৩৩ মিনিটে বিমান বাহিনী প্রথম জানতে পারে ছিনতাইয়ের কথা। ককপিট থেকে পাইলট বিষয়টি জানায় এটিসিকে। পরে বিমানটি ৫টা ৪১ মিনিটে জরুরি অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে ঘটনা সামাল দেন। পরে সন্ধ্যা ৬টার দিকে ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন আসে বিএনএস ইশা খাঁ থেকে। তারা সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন। তারা দ্রুততম সময়ে বিমানবন্দরে এসে সফল অভিযান চালিয়ে ছিনতাইয়ের অবসান ঘটান।

সারাবাংলা/আরডি/এসএমএন/টিআর

উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শাহ আমানত বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর