শিক্ষাখাতে বরাদ্দ কমানোয় বিক্ষোভে উত্তাল ব্রাজিল
১৬ মে ২০১৯ ১৭:২২
স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিশাল অংকের অর্থ বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের সরকার। এই প্রতিবাদে আন্দোলনে নেমেছে দেশটির শিক্ষক-শিক্ষার্থীরা। স্থানীয় সময় বুধবার (১৫ মে) ব্রাজিলের সাও পাওলো, ব্রাসিলিয়া, রিও ডি জেনিরো, সালভাদোর, রিকেপিতে জড়ো হয়েছেন লাখো আন্দোলনকারী। প্রেসিডেন্ট জাইর বলসোনারো ক্ষমতায় আসার পর এবারই প্রথম এত বড় বিক্ষোভ সামলাতে হচ্ছে তাকে। খবর বিবিসির।
পাবলিক শিক্ষাখাত থেকে প্রায় ১.৮৫ বিলিয়ন ডলার বরাদ্দ কমাবে বলে জানিয়েছেন বলসোনারো। এছাড়া, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট কমবে শতকরা ৩০ ভাগ।
ব্রাজিলের শিক্ষক ইউনিয়নের প্রেসিডেন্ট নিল্টন ব্রান্ডেও বলেন, নতুন সরকারের উচিত পূর্ববর্তী সরকারের ১০ বছর মেয়াদি শিক্ষা পরিকল্পনা বাস্তবায়ন করা। যা ২০১৪ সালে বাস্তবায়নের কাজ শুরু হয়েছিল। বাজেট হ্রাস করা হলে অনেক বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করতে পারবে না।
এদিকে বলসোনারো আন্দোলনকারীদের ইডিয়ট আখ্যা দিয়েছেন। বলসোনারো বলেন, তাদের মাথায় কিছু নেই। শিক্ষক-শিক্ষার্থীদের দিকভ্রান্ত করা হচ্ছে।
সারাবাংলা/ এনএইচ