Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআইজি মিজানকে পুলিশে দিলেন হাইকোর্ট


১ জুলাই ২০১৯ ১৫:৫৩ | আপডেট: ১ জুলাই ২০১৯ ১৮:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দুর্নীতির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক মিজানুর রহমান মিজানের জামিন হয়নি। সোমবার (১ জুলাই) ডিআইজি মিজান জামিন নিতে হাইকোর্টে এলে আদালত তাকে পুলিশের কাছে ‍তুলে দেন।

হাইকোর্টের বিচারপতি  ওবায়দুল হাসান ও বিচারপতি এস এস কুদ্দুস জামানের বেঞ্চে জামিন আবেদন করেছিলেন মিজান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বেঞ্চ বলেন, ‘ডিআইজি মিজানের কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তার জামিন হবে না।’

এ সময় হাইকোর্ট বলেন, মিজানকে পুলিশ কাস্টডিতে দেওয়া হোক।

হাইকোর্টের এই নির্দেশের পর ডিআইজি মিজান এজলাসেই রয়েছেন। হাইকোর্ট এলাকা শাহবাগ থানাধীন হওয়ায় ডিআইজি মিজানকে শাহবাগ থানা পুলিশের হেফাজতে নেওয়া হবে।

বিজ্ঞাপন

এছাড়া দুর্নীতির অভিযোগে ডিআইজি মিজানের ভাগ্নেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাকে তিনদিনের জামিন দেওয়া হয়েছে।

মিজানের বিরুদ্ধে তিন কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় আগাম জামিন নিতে যান তিনি।

গত ২৪ জুন ডিআইজি মিজান, তার স্ত্রী, ভাই ও ভাগ্নের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের এই মামলায় মিজানের ভাগ্নেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ

গত রোববার (২৩ জুন) কমিশনের নির্ধারিত বৈঠকে ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়। সোমবার (২৪ জুন) কমিশনের রেজুলেশন পাস হয়। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ। মামলা নম্বর- ০১।

গত ২৫ জুন পুলিশের বিতর্কিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সারাবাংলা/এজেডকে/একে

আরও পড়ুন-

ডিআইজি মিজান সাময়িক বরখাস্ত

ডিআইজি মিজান ও বাছিরকে দুদকে তলব

ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের মামলা

ডিআইজি মিজানের সম্পত্তি ক্রোকের নির্দেশ

আসলেন না ডিআইজি মিজান, ৮ জুলাই ফের তলব

হাইকোর্টে আগাম জামিন আবেদন ডিআইজি মিজানের

ডিআইজি মিজানের অস্ত্রের লাইসেন্স জব্দে দুদকের চিঠি

‘ডিআইজি মিজান আইনের ফাঁক দিয়ে বের হতে পারবেন না’

পরোয়ানা থাকলে ডিআইজি মিজান গ্রেফতার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগাম জামিন ডিআইজি মিজান দুদক পুলিশের ডিআইজি হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর