Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিফাত ফরাজী ৭ দিনের রিমান্ডে


৩ জুলাই ২০১৯ ১৭:৩৯ | আপডেট: ৩ জুলাই ২০১৯ ১৮:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনা: ববরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি রিফাত ফরাজীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ জুলাই) দুপুরে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম গাজী সিরাজ্জুদ্দিনের আদালতে হাজির করা হলে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: রিফাত হত্যা মামলার আরেক আসামি রিফাত ফরাজী গ্রেফতার

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, রিফাত শরীফ হত্যা মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজীর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিফাত

হত্যা মামলায় রিফাত ফরাজী এজাহারভুক্ত ২ নম্বর আসামি এবং কিলিং মিশনের পরিকল্পনাকারী। ওই হত্যার ঘটনায় সরাসরি অংশ নিয়ে রিফাত শরীফকে প্রথমে কোপানো শুরু করেন তিনি। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ তাকে বরগুনা থেকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গত বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়েশাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে যান রিফাত। কলেজ থেকে ফেরার পথে মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। রিফাত শরীফের স্ত্রী আয়েশা দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

পরে স্থানীয় লোকজন রিফাতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রিফাত শরীফ মারা যান। সে রাতেই রিফাতের বাবা দুলাল শরীফ আটজনের নাম উল্লেখ করে বরগুনা সদর থানায় হত্যা মামলা করেন।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন-

রিফাত হত্যা মামলায়  ৪ জন গ্রেফতার

রিফাত হত্যার বিচার চাইলেন মুশফিকও

বিশ্বজিৎ থেকে রিফাত: বিচারহীনতার দীর্ঘ কালো ছায়া

বরগুনার ডিসি-এসপির পদক্ষেপ জানতে চান আদালত

রিফাত হত্যাকাণ্ড মানেই আইনশৃঙ্খলার অবনতি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রিফাত হত্যা: আসামি ধরতে সীমান্তে রেড অ্যালার্ট জারির নির্দেশ

কেউ প্রতিবাদ করলেন না, সমাজ কোথায় যাচ্ছে? প্রশ্ন হাইকোর্টের

রিফাত হত্যা: ০০৭ গ্রুপের সেই সাগর গ্রেফতার

প্রকাশ্যে হামলা, স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী

বরগুনার ‘০০৭ গ্রুপে’র সাগর পুলিশে চাকরি পাচ্ছে!

‘০০৭’ গ্রুপের মিশন, রিফাত হত্যা পরিকল্পনা আগের রাতেই

৭ দিনের রিমান্ড বরগুনায় রিফাত হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর