Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিলাদের খিচুড়ি খেয়ে স্কুলছাত্রীর মৃত্যু, অসুস্থ ২৭


৭ জুলাই ২০১৯ ২১:৩৬

পাবনা: পাবনার সদর উপজেলায় মিলাদের খিচুড়ি খেয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ২৭ জন অসুস্থ হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার উপজেলার দোগাছী ইউনিয়নের বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (৭ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রী সুমী আক্তারের (১২) মৃত্যু হয়।

সুমী ওই গ্রামের সেলিম মো. শেখের মেয়ে ও পাবনার শহীদ আহমদ রফিক উচ্চ বিদ্যালয়েল সপ্তম শ্রেণির ছাত্রী।

হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের ইমান আলীর মৃত্যুবার্ষিকীর মিলাদ ছিল। মিলাদ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। এ খিচুড়ি খাওয়ার পর অনেকেরই পাতলা পায়খানা ও বমি শুরু হয়। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরও অসুস্থতা বেড়ে গেলে তারা পাবনা সদর হাসপাতালে ভর্তি হন। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. নিতিশ কুমার কুণ্ডু জানান, শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত পাবনা সদরের বলরামপুর এলাকার একই গ্রামের ২৭ জন ডাইরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে সেলিম শেখের মেয়ে সুমী আক্তার হাসপাতালে আনার পরে দুপুরে মারা গেছে। অসুস্থ অন্যদের আমরা চিকিৎসাসেবা প্রদানের চেষ্টা করছি। দুয়েকজন গুরুতর অসুস্থ। তবে অন্যরা এখন মোটামুটি ভালো আছেন।

পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক রঞ্জন কুমার দত্ত বলেন, হাসপাতালে আনার পরেই সুমী মারা যায়। এছাড়া আরো ২৭ জন চিকিৎসাধীন আছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

অসুস্থ পাবনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর