পুলিশ সুপার কার্যালয়ে মিন্নি
১৬ জুলাই ২০১৯ ১৩:০০
বরগুনা: বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের দিকে তাকে বাসা থেকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।
পরে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন সাংবাদিকদের জানান, মিন্নি মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী। মামলার স্বার্থে তাকে ডেকে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মিন্নিকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, ‘আটক বা গ্রেফতার কোনোটিই নয়, মামলার বিষয়ে কথা বলার জন্য তাকে ডাকা হয়েছে।’
মিন্নির চাচা আবু সালেহ জানান, একজন আসামী গ্রেফতার হয়েছে। তাকে সনাক্ত করতে পুলিশ সুপার ডেকে পাঠিয়েছেন বলে মিন্নিকে বাসা থেকে যাওয়া হয়েছে।মিন্নি এখন বরগুনা পুলিশ লাইনের ভেতরে আছেন।
গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনের রাস্তায় প্রকাশ্যে সবার সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। তার স্ত্রী বাধা দিলেও আটকাতে পারেননি হামলাকারীদের। রিফাতের পরিবারসহ স্থানীয় সেসময় জানান, নয়ন বন্ডের নেতৃত্বে তার সহযোগীরাই রিফাতকে হত্যা করেছে।
এ ঘটনায় নয়ন বন্ডসহ ১২ জনের নাম উল্লেখ করে ও আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন রিফাতের বাবা।
সারাবাংলা/জেএএম/জেডএফ
আরও পড়ুন
রিফাত হত্যা মামলায় ৪ জন গ্রেফতার
রিফাত হত্যার বিচার চাইলেন মুশফিকও
বিশ্বজিৎ থেকে রিফাত: বিচারহীনতার দীর্ঘ কালো ছায়া
বরগুনার ডিসি-এসপির পদক্ষেপ জানতে চান আদালত
রিফাত হত্যাকাণ্ড মানেই আইনশৃঙ্খলার অবনতি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
রিফাত হত্যা: আসামি ধরতে সীমান্তে রেড অ্যালার্ট জারির নির্দেশ
কেউ প্রতিবাদ করলেন না, সমাজ কোথায় যাচ্ছে? প্রশ্ন হাইকোর্টের