২৫ বছর পর আবারও পুলিশ চরিত্রে অভিনয় করছেন দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত। ‘দরবার’ নামের শুটিং চলতি ছবিতে এমন চরিত্রে দেখা যাবে ৬৮ বছর বয়সি এই তারকাকে। সম্প্রতি দরবার ছবিতে রজনীকান্তের লুক ফাঁস হয়েছে। সেখানে পুলিশের পোশাকে রজনীকান্তকে সিগনেচার স্যালুটের দৃশ্যে দেখা গেছে। ২৫ বছর আগে পাদিয়ান ছবিতে পুলিশের চরিত্রে দেখা গিয়েছিলো রজনীকে।
আরও পড়ুন : ইতিহাস গড়া ‘দ্য লায়ন কিং’ আসছে ঢাকায়
বর্তমানে মুম্বাইতে দরবার ছবির শেষ লটের শুটিং চলছে। রজনীকান্তের সঙ্গে প্রথমবারের মতো কাজ করা পরিচালক এ আর মুরুগাদোস জানিয়েছেন আগস্টের মধ্যেই দরবার ছবির শুটিং ধারণ শেষ হবে। ছবিটিতে রজনীকান্তের সঙ্গে আছেন দক্ষিনী তারকা নয়নতারা। এছাড়া সুনীল শেঠীকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।
কিছুদিন আগেই দরবার ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছিলো। সেখানে রজনীকান্তের চরিত্র সম্পর্কে পুরোপুরি ধারণা পাওয়া যায়নি। তবে এবার লুক ফাঁস হওয়াতে রজনী ভক্তরা বুঝতে পারলেন ছবিটিতে ২৫ বছর পার আবারও পুলিশ চরিত্রে ফিরে আসছেন রজনী। ফলে ছবিটি নিয়ে তাদের মধ্যে আগ্রহের পারদ চড়তে শুরু করেছে।
দরবার ছবি ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সারাবাংলা/পিএম