Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবি পরিচয়ে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ


৬ ডিসেম্বর ২০১৭ ২০:০১

সারাবাংলা করেসপন্ডেন্ট

রাজধানীর উত্তরার জসীমউদ্‌দীন রোডে ডিবি পরিচয়ে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

গার্মেন্টস ফ্যাক্টরি টোকিও মুড লিমিটেডের ম্যানেজার রাসেল হাওলাদার এ ঘটনার শিকার হন।

রাসেল হাওলাদার বলেন, ‘আমাদের প্রধান কার্যালয় উত্তরার ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত। দুপুর ২টার দিকে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার সময় আরেকটি মাইক্রোবাসে কয়েকজন লোক এসে ডিবি পুলিশ পরিচয়ে আমাদের পথ আটকায়। দুর্বৃত্তরা আমাদের অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওদের সঙ্গে ওয়াকিটকি, রিভলবার ও হাতকড়া ছিল। ওরা যাওয়ার সময় আমাদের মোবাইল ও গাড়ির কাগজপত্রও নিয়ে যায়।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিহাদ হোসাইন বলেন, ‘আমরা ব্যাপারটি জানতে পেরেছি। অভিযোগ পেলে পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখবে।’

সারাবাংলা/এসআর/টিএম

ছিনতাই

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর