আফগানিস্তানে ১ মাসে ৬১১ হামলা, ২৩০৭ জনের মৃত্যু, আহত ১৯৮৪
১৭ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩২
শুধুমাত্র আগস্ট মাসেই আফগানিস্তানে ৬১১ হামলার ঘটনায় ২৩০৭ জনের মৃত্য হয়েছে। এসব হামলার ঘটনায় অন্তত ১৯৮৪ জন আহত হয়েছেন। সে অনুসারে, আফগানিস্তানে প্রতিদিনই গড়ে ৭৪ জন নারী, পুরুষ, শিশুর মৃত্যু হয়েছে। বিবিসির এক অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে।
আফগান যুদ্ধের প্রায় ১৮ বছর পর যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি আলোচনা চলমান থাকা অবস্থায় আফগানিস্তান জুড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে।
যদিও বিবিসির প্রদত্ত সংখ্যার সাথে আফগান সরকার বা তালেবান কেউই একমত হতে পারেনি। অনুসন্ধানে দেখা গেছে বেশীরভাগ বোমা হামলার ঘটনায় এসব প্রানহানি হয়েছে। তালেবানের অনেক যোদ্ধাই এসব হামলায় প্রাণ হারিয়েছেন। কিন্তু মোট মৃত তালেবান যোদ্ধার এক পঞ্চমাংশ মারা গেছেন বেসামরিক নাগরিক। আগস্টে মোট ৪৭৩ জন বেসামরিক নাগরিক বিভিন্ন হামলায় মারা গেছেন।
এই হতাহতের সংখ্যা আফগানিস্তানের যুদ্ধ ময়দানের একটি খন্ড চিত্র মাত্র। যার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সরিয়ে নেওয়ার ব্যাপারে নীতি নির্ধারণের ক্ষেত্রে কিছুটা ধারণা পাবেন।
এর সপ্তাহ খানেক আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বছরব্যাপী চলা তালেবানের শান্তি আলোচনা বাতিল করে দেন ডোনাল্ড ট্রাম্প। তারপরও বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছে এখনও যুদ্ধ বিরতির আলোচনার টেবিলে তোলা যেতে পারে। তাছাড়া এই মাসের শেষে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।
এই চার্টে প্রদর্শিত আগস্ট মাসের প্রথম সপ্তাহে মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ উল আযহাকে সামনে রেখে এক ধরনের অলিখিত যুদ্ধ বিরতি চলছিল। তাছাড়া ১০ থেকে ১৩ আগস্ট পর্যন্ত ছুটির দিনগুলোতে ৯০ জনের প্রানহানি ঘটেছে। তালেবানদের সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে ২৭ আগস্টে, এদিন এক বিমান হামলায় ১৬২ জন তালেবান সদস্য মারা যান।
এছাড়া ১৮ আগস্ট এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় বেসামরিক জনগণের সবচেয়ে বেশি প্রানহানি ঘটে। ঐ হামলায় ১১২ জন বেসামরিক নাগরিক মারা যান। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠি পরে এই হামলার দায় স্বীকার করে।
আফগানিস্তানের কাবুলে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা বা উত্তরের শহর কুন্দুজের যুদ্ধ ব্যতীত সব ছোট ছোট সংঘর্ষে প্রানহানির ঘটনা ঘটেছে। যার অধিকাংশই তালেবান যোদ্ধা এবং দেশটির আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষ। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে আগস্ট মাসে হামলার বাইরে ছিল মাত্র ৩টি প্রদেশ।
সশস্ত্র সংঘর্ষের স্থান ও ঘটনার তথ্য সংরক্ষণ প্রকল্প (এসিএলইডি) এর তথ্যানুসারে ২০১৯ সালের যুদ্ধজনিত মৃত্যুর হারে আফগানিস্তান প্রথম স্থানে ছিল। সিরিয়া বা ইয়েমেনের তুলনায় এখানে মৃত্যুহার প্রায় তিনগুন বেশি। এছাড়া গ্লোবাল পিস ইনডেক্স রিপোর্ট অনুসারেও আফগানিস্তান পৃথিবীর সবচেয়ে সংঘাতপ্রবণ দেশের তালিকায় প্রথম স্থান অধিকার করে। তাই বিশ্লেষকেরা দাবি করছেন আফগানিস্তানই বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় প্রানঘাতি সংঘর্ষের উদাহরণ।