Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বুলবুলে’ ফসলের ব্যাপক ক্ষতি, শরীয়তপুরে গাছচাপায় একজনের মৃত্যু


১০ নভেম্বর ২০১৯ ১৮:০৬

শরীয়তপুর: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শরীয়তপুরেও বৃষ্টিসহ বৈরি আবহাওয়া বিরাজ করছে। গতকাল শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও রোববার (১০ নভেম্বর) ভোররাত থেকে বৃষ্টির সঙ্গে শুরু হয় ঝড়ো হাওয়া। য‌দিও আবহাওয়া অধিদফতর থেকে মহা‌বিপদ সং‌কেত নামিয়ে স্থানীয় সং‌কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, জেলার ন‌ড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেওজুরি গ্রামে আলিব ছৈয়াল নামে একজনের গাছচাপায় মৃত্যু হয়েছে। দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে প্রশাসনের পক্ষ থে‌কে এখ‌নও কিছু জানানো হয়‌নি।

বিজ্ঞাপন

শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের জানিয়েছেন, জেলার জাজিরা উপজেলায় বেশকিছু কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। বাতাস আর টানা বর্ষণের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বে‌শি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তবে ক্ষয়ক্ষ‌তির প‌রিমান এখনও নি‌শ্চিত করে কিছু বলে‌নি প্রশাসন। আবহাওয়া খারাপ থাকায় জেলার সব রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুল বৈরি আবহাওয়া শরীয়তপুর

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর