পুলিশ সুপার পদমর্যাদার ২৬ কর্মকর্তার বদলি
১৯ ডিসেম্বর ২০১৯ ১৮:৪৫
ঢাকা: পুলিশ সুপার পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস ওই প্রজ্ঞাপনে সই করেছেন।
পুলিশ সুপার পদমর্যাদার যে ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে, তাদের তালিকা দেখুন এখানে—
প্রজ্ঞাপন অনুযায়ী লালমনিরহাটের পুলিশ সুপারকে চট্টগ্রামের পুলিশ সুপার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আব্দুল ওয়ারীশ ও হারুন উর রশিদ হাযারীকে যথাক্রমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার ও বাংলাদেশ পুলিশের টিঅ্যান্ডআইএমের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তবে গত ১ ডিসেম্বর চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় এই তিন পুলিশ কর্মকর্তার বদলির আদেশ নির্বাচন শেষে নির্বাচনি বিধিমালা অনুযায়ী কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার হাসিবুল আলম, পুলিশ অধিদফতরের সহকারী মহাপরিদর্শক আবিদা সুলতানা, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, ডিএমপি’র উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিশেষ শাখার পুলিশ সুপার জেরিন আখতার ও ডিএমপি’র পুলিশ কমিশনার এ এইচ এম আবদুর রকিবকে নিজ নিজ জেলায় যোগদানের আগে আগামী ২৪ ডিসেম্বর সকালে জননিরাপত্তা বিভাগে আয়োজিত ব্রিফিংয়ে অংশ নিতে হবে।