রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
৮ জুলাই ২০২০ ০০:৫৯
ঢাকা: রাজধানীর রিজেন্ট হাসপাতালের নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটির চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনের নামে মামলা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর মধ্যে গতকাল সোমবার (৬ জুলাই) রিজেন্ট হাসপাতালে অভিযানের সময়ই আট জনকে আটক করা হয়েছে। চেয়ারম্যান সাহেদসহ বাকি ৯ জন পলাতক রয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র্যাবের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর ৫।
আরও পড়ুন- রিজেন্ট হাসপাতালের সব কার্যক্রম বাতিল
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা সারাবাংলাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলার এজাহারে ৪০৬/৪১৭/৪৬৫/৪৬৮/৪৭১/২৬৯ ধারার অপরাধ উল্লেখ করা হয়েছে।
ওসি আরও বলেন, মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। রিজেন্টের চেয়ারম্যানসহ ৯ জনকে পলাতক হিসেবে দেখানো হয়েছে মামলায়।
আরও পড়ুন- রিজেন্টের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর
র্যাব সূত্রে জানা গেছে, রিজেন্টের চেয়ারম্যান পলাতক মো. সাহেদের অবস্থান সম্পর্কে অনেকটাই নিশ্চিত তথ্য রয়েছে তাদের কাছে। তাকে নজরদারিতে রাখা হয়েছে। যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে তাকে।
এর আগে করোনা চিকিৎসা ও পরীক্ষায় নানা ধরনের প্রতারণা ও অনিয়মের অভিযোগে সোমবার রিজেন্ট হাসপাতালের দুই শাখায় (উত্তরা ও মিরপুর) অভিযান চালায় র্যাব। অভিযানে হাসপাতাল থেকে ভুয়া করোনা রিপোর্ট পাওয়া যায়। নমুনা সংগ্রহ করে তা হাসপাতালেই ফেলে রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়া সরকারি সমঝোতায় পরিচালিত হলেও কোভিড রোগীদের কাছ থেকে বিল রাখার প্রমাণ পাওয়া গেছে। পরে মঙ্গলবার রিজেন্ট হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ করতে আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।
আরও পড়ুন-
পরীক্ষা ছাড়াই করোনার রিপোর্ট দিত রিজেন্ট হাসপাতাল
‘প্রতারণা করে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রিজেন্ট হাসপাতাল’
প্রতারণার শেষ নেই রিজেন্টের: রক্তের নমুনা নিয়ে ইসিজি পরীক্ষা!
কোভিড চিকিৎসা নিয়ে প্রতারণা: রিজেন্ট হাসপাতালে র্যাবের হানা
‘রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে মামলা হবে’
মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়েই রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসা!
‘অপরাধ ঢাকতে নতুন কৌশল নিয়েছিল রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ’
সংগৃহীত নমুনা ফেলে রাখা হতো রিজেন্ট হাসপাতালের কর্মকর্তার কক্ষে
১৭ জনের বিরুদ্ধে মামলা মামলা মো. সাহেদ রিজেন্ট হাসপাতাল রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান রিজেন্ট হাসপাতালের প্রতারণা র্যাবের মামলা