Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিনতাইয়ের অভিযোগে ৮ যুবক গ্রেফতার


৫ অক্টোবর ২০২০ ১৮:২৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের অভিযোগে আট যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

রোববার (৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে নগরীর পুরাতন রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তাদের কাছ থেকে ছয়টি ছোরা, একটি চাপাতি, একটি খেলনা পিস্তল এবং ছিনতাই করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

গ্রেফতার আটজন হলেন- বদিউল আলম (২৬), মো. তারেক (২৭), মো. মামুন (২২), জুয়েল দাশ (২৬), আসিফ হোসেন সাকিব (২০), মেহেদী হাসান (২৩), রিপন দত্ত (২০) ও মো. সোহেল (২৫)।

ওসি মহসীন সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার আটজনই পেশাদার ছিনতাইকারী। রেলস্টেশন এলাকায় অন্ধকার স্থানে বসে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্নস্থানে ছিনতাইয়ের একাধিক অভিযোগ আছে।’

আটক ছিনতাই যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর