‘আমরাই তো আন্দোলন করছি, তাদের আন্দোলন করার দরকার নেই’
৮ অক্টোবর ২০২০ ২০:৩০
ঢাকা: বিএনপির ধর্ষণবিরোধী আন্দোলনের সমালোচনা করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘আমরা ধর্ষণ, দুর্নীতি, ছিনতাই সবকিছু ঘৃণা করি। অন্যদিকে, আমরা বিচারও করি। শেখ হাসিনার সময় সাথে সাথে বিচার হচ্ছে। সরকার, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ বারবার বলছে, এসব অপকর্মকারীদের কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। আমরা যেখানে আন্দোলন করছি, সেখানে তাদের তো আন্দোলনের দরকার নেই।’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘আজকে ধর্ষণের কথা বলে বিএনপি মাঠে নেমেছে। বিএনপির আমলে নওগাঁর কিশোরী ববিতাকে ধর্ষণ করা হয়েছিল। থানায় মামলা পর্যন্ত করতে পারিনি। বাসর ঘরে প্রবেশের আগেই নববধূকে ধর্ষণ করা হয়েছিল, তারও বিচার পাইনি। তারা কিভাবে এখন আন্দোলন করে। তারা আন্দোলন করছে ক্ষমতায় যেতে। শেখ হাসিনার পদত্যাগ দাবিতে। পদত্যাগ করে কি হবে? তারা কি ক্ষমতায় গিয়ে দেশ চালাতে পারবে? খাওয়াতে পারবে? তারা খাওয়ার জন্য ক্ষমতায় যেতে চান। তাদের খাবার সংকট পড়লে আবেদন করুক, আমরা চাল ডাল বাসায় পৌঁছায় দেবো।’
এসময় মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, “মোহাম্মদ নাসিম হাসপাতালে ভর্তির আগে আমাকে ফোন করে বলেছিলেন, ‘কি সাধন, তোমার চালের কি খবর। মজুদ আছে তো? জনগণ ১০ টাকা কেজি চাল পাবেন তো? শেখ হাসিনা কিন্তু ১০ টাকা কেজিতে চাল বিতরণ করতে বলেছেন’। তিনি অনেক ভালো মানুষ ছিলেন।’ শেখ হাসিনাসহ দলের সবাই তার ওপর দায়িত্ব দিয়ে ভরসা করতেন বলেও জানান তিনি।