হেমায়েতপুর থেকে শীর্ষ সন্ত্রাসী ফরিদ অস্ত্রসহ গ্রেফতার
২২ অক্টোবর ২০২০ ১৮:১৪
ঢাকা: সাভারের হেমায়েতপুর থেকে শীর্ষ সন্ত্রাসী শেখ ফরিদকে বিদেশি অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতারের তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন র্যাব-৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।
অতিরিক্ত ডিআইজি বলেন, ‘বুধবার রাতে অভিযান চালিয়ে হেমায়েতপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ফরিদকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি এবং ১০০ পিস ইয়াব জব্দ করা হয়।’
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় গণধর্ষণ ও চাঁদাবাজির মামলাসহ নয়টি নিয়মিত মামলা রয়েছে। সে মূলত ধর্ষণকারী, চাঁদাবাজ, শীর্ষস্থানীয় মাদককারবারী এবং অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাসী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না। তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে অস্ত্র দেখিয়ে ভয়ভীতিসহ জানমালের ক্ষতি করতো।
আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান মোজাম্মেল হক।