Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাজিক নম্বর ২৭০, যেভাবে পৌঁছাতে পারেন দুই প্রার্থী


৪ নভেম্বর ২০২০ ২০:৪০ | আপডেট: ৫ নভেম্বর ২০২০ ০২:৩৯

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল যত প্রকাশ হচ্ছে ততই গুরুত্বপূর্ণ হয়ে ওঠছে ব্যাটেল গ্রাউন্ড খ্যাত অঙ্গরাজ্যগুলো। ৫০টি রাজ্যের মধ্যে এখনও অন্তত ৭টি রাজ্যে ভোট গণনা বাকি। এসব রাজ্যে যে কেউ জয় পেতে পারেন।

দ্য গার্ডিয়ানের নির্বাচন ফলাফল অনুযায়ী, নেভাদা, উইসকনসিন ও মিশিগানে এগিয়ে আছেন জো বাইডেন। এগিয়ে থাকা এসব রাজ্যে জয় পেলে ম্যাজিক নম্বর ২৭০ ছুঁয়ে ফেলবেন জো বাইডেন। তবে এসব রাজ্যে তার এগিয়ে থাকার পার্থক্য খুবই কম। যদি যে কোনো একটি রাজ্য হাতছাড়া হয়ে যায় তবে তাকে জিততে হবে জর্জিয়া বা পেনসিলভ্যানিয়ার যে কোনো একটি অঙ্গরাজ্য।

বিজ্ঞাপন

বিপরীতে ডোনাল্ড ট্রাম্পকে জিততে হবে যে কয়টিতে তিনি এগিয়ে আছেন যেমন— জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভ্যানিয়ায়। এর পাশাপাশি তাকে জিততে হবে নেভাদা, উইসকনসিন ও মিশিগানের যে কোনো একটিতে। শেষ তিন রাজ্যে জো বাইডেনের চেয়ে ট্রাম্প পিছিয়ে আছেন।

এদিকে মেইল ইন ব্যালট যত গণনা হচ্ছে ডেমোক্রেট প্রার্থীর ভোট তত বাড়ছে। বিশেষ করে পেনসিলভ্যানিয়ার ফলাফলে মেইল ইন ব্যালট বড় নিয়ামক হয়ে উঠতে পারে। কারণ রাজ্যটিতে ৬ লাখের বেশি ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প তবে ভোট গণনা হয়েছে মাত্র ৬৪ শতাংশ।

পেনসিলভ্যানিয়ায় ফলাফল কবে?
মেইল ইন ব্যালটেই মার্কিন প্রেসিডেন্ট ভাগ্য নির্ধারণ!

উল্লেখ্য, বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় পাওয়া খবর অনুযায়ী, উইসকনসিনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এ রাজ্যে জয় তুলে গুরুত্বপূর্ণ ১০টি ইলেকটোরাল ভোট নিজের ঝুলিতে পুরলেন জো বাইডেন। ফলে জো বাইডেনের ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়ালো ২৪৮ ও ডোনাল্ড ট্রাম্পের ২১৪। এ অবস্থায় জো বাইডেন এখন এগিয়ে থাকা রাজ্যগুলোতে জয় পেলেই ছুয়ে ফেলবেন ম্যাজিক নম্বর ২৭০।

বিজ্ঞাপন

টপ নিউজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর