বিজ্ঞাপন

মেইল ইন ব্যালটেই মার্কিন প্রেসিডেন্ট ভাগ্য নির্ধারণ!

November 4, 2020 | 4:12 pm

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাজিক নম্বর ২৭০-এ পৌঁছানোর দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যাচ্ছে, এ পর্যন্ত ২৩৮টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। আর ট্রাম্প রয়েছেন ২১৩-তে। তবে এখন মাত্র পাঁচটি রাজ্যর ফলাফলে নির্ধারণ হবে ২৭০ ইলেকটোরাল ভোট যাবে কার ঘরে।

বিজ্ঞাপন

অ্যারিজোনা, জর্জিয়া, উইসকনসিন, মিশিগান ও পেনসিলভ্যানিয়ার ভোটের ফলাফলের উপর নির্ভর করছে আগামী চার বছরের জন্য কে হবে মার্কিন প্রেসিডেন্ট। এই পাঁচ রাজ্যে রয়েছে মোট ৭৩টি ইলেকটোরাল ভোট। এসব রাজ্যের মধ্যে তিনটিতেই এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প। তবে মেইল ইন ব্যালট এখনও গণনা হয়নি। বিশ্লেষকদেরত মতে, মেইল ইন ব্যালটে বরাবরই এগিয়ে থাকেন ডেমোক্রেট প্রার্থীরা।

জানা গেছে, এবার পেনসিলভ্যানিয়ায় ১৪ লাখ মেইল ইন ব্যালটে ভোট কাস্ট হয়েছে। আগামী ৬ নভেম্বর পর্যন্ত মেইল ইন ব্যালট গণনা চলবে। এছাড়া অন্যান্য রাজ্যগুলো জানিয়েছে— রাতে নয়, সকাল হলে তবেই মেইল ইন ব্যালট গণনা শুরু করবে তারা। মেইল ইন ব্যালট দেরীতে গণনার বিরুদ্ধে বরাবরই উচ্চকিত ডোনাল্ড ট্রাম্প। ভোট গণনায় অনিয়ম হচ্ছে অভিযোগ তুলে তিনি আদালতে যাবেন বলেও জানিয়েছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনের আগে রেকর্ড সংখ্যক প্রায় ৯ কোটিরও বেশি আগাম ভোট কাস্ট হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন