Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে বিদ্রোহী প্রার্থীর হামলায় নৌকা প্রতীকের কর্মী নিহত


১০ ডিসেম্বর ২০২০ ১৫:৪৫

যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকা প্রতীকের কর্মী খালেদুর রহমান টিটো (২৮) নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত টিটো বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথীর সমর্থক খালিদুর রহমান টিটোকে কুপিয়ে গুরুতর জখম করে দীন মোহাম্মদ দিলু পাটোয়ারীর সমর্থকরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

নৌকা প্রতীক যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর