আরও একদফা ছুটির পর খুলতে পারে স্কুল-কলেজ
১৭ ডিসেম্বর ২০২০ ২৩:০৮
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মাহামারির কারণে দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। তবে এসব স্কুল-কলেজ খুলে দেওয়ার আগে আরও একদফা বাড়তে পারে ‘করোনাকালীন ছুটি’। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, সেই ছুটির মেয়াদ বেড়ে হতে পারে মধ্য জানুয়ারি পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, মধ্য জানুয়ারি পর্যন্ত বন্ধ বাড়িয়ে এরপর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। এর জন্য প্রস্তুতি নিতে মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছে। শীত কমে গেলেই সেই নির্দেশনা বাস্তবায়ন করা হবে। অর্থাৎ করোনা মহামারির কারণে সবশেষ যে ছুটি ঘোষণা করা হয়েছে, তার মেয়াদ অন্তত আরও একমাস বাড়তে পারে।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দ্বিতীয় দফায় ৯ এপ্রিল ও তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত সেই ছুটি বাড়ানো হয়। সেই ছুটি বাড়তে বাড়তে ঠেকে ১৪ নভেম্বর পর্যন্ত। দুই মন্ত্রণালয়ের ইঙ্গিত ছিল, পুরো নভেম্বরই থাকবে ছুটি। পরে গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, নভেম্বর পেরিয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে স্কুল-কলেজ।
বর্ধিত এই ছুটির মেয়াদের শেষ দিন ১৯ ডিসেম্বরের আগে শেষ কার্যদিবস ছিল আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর)। তবে এদিন মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলেও তারা কেউ সরাসরি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন— ছুটি বাড়বে মাসখানেক। একই ইঙ্গিত অবশ্য এর আগেই দিয়েছেন শিক্ষামন্ত্রী উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শিক্ষা উপমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে শীতও কমতে হবে। কারণ শীতে পরিস্থিতি কোন দিকে যায়, সেটি পর্যবেক্ষণ করা জরুরি।
শিক্ষা মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ছুটি বাড়বে কি না— এই সিদ্ধান্ত নিতে মন্ত্রণালয়ের কারিগরি কমিটি কাজ করছে। কমিটির সদস্যদের প্রাথমিক মত পাওয়া গেছে, শীত বাড়ায় নতুন করে আরও একমাস ছুটি বাড়ানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের সারাবাংলাকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়টি নিয়ে কাজ চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলেই আমরা জানিয়ে দেবো।
এদিকে, স্কুল-কলেজ নিয়ে এখনো সিদ্ধান্ত না এলেও বিশ্ববিদ্যালয়গুলো তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ই ঘোষণা দিয়েছে, আগামী ২৬ ডিসেম্বর বা তার পর থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা তারা নেবে। অবশ্য হলগুলো খোলার ঘোষণা দেয়নি এখন পর্যন্ত কেউই।