Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলি আর্টিজান হামলার সমন্বয়ক গ্রেফতার


২২ মার্চ ২০১৮ ১৫:৫৭ | আপডেট: ২২ মার্চ ২০১৮ ১৭:৩০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম সমন্বয়ক হাদিসুর রহমান সাগরকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় অস্ত্রের যোগানদাতাও ছিল নব্য জেএমবির এ সদস্য।

বুধবার রাতে বগুড়ার শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আকরাম হোসেন খান নিলয় (২৪) নামে নব্য জেএমবির অপর এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

জেএমবির শীর্ষ নেতা সাগর ৭ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার (২২মার্চ) সারাবাংলাকে এ সব তথ্য জনান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী।

তিনি জানান, হাদিসুর হলি আর্টিজান হামলার অন্যতম সমন্বয়ক ও অস্ত্রের যোগানদাতা এবং নিলয় নব্য জেএমবির মূল সমন্বয়ক ও অর্থদাতা।

গত ১৫ আগস্ট রাজধানীর কলাবাগানে জাতীয় শোক দিবসের র‌্যালিতে হামলার মূল পরিকল্পনাকারী নিলয়।

ডিএমপি সহকারী কমিশনার আরও জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনে জঙ্গিদের সঙ্গে গোপন যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

হাদিসুর রহমান সাগর জয়পুরহাট সদর থানার কয়রাপাড়া পলিকাদোয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে এবং আকরাম হোসেন খান নিলয় কিশোরগঞ্জের মিঠামইন থানার চারিগ্রামের আবু তোরাব খাঁনের ছেলে।

সারাবাংলা/এসআর/আইএ/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর