বন্দুকযুদ্ধে ডিবির পরিদর্শক জালাল হত্যার আসামি নিহত
২৩ মার্চ ২০১৮ ০৮:৩২ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:৩২
।।মেডিকেল করেসপন্ডেন্ট।।
ঢাকা : রাজধানীর মিরপুর পীরেরবাগ ৬০ফিট ভাঙ্গা ব্রীজ এলাকায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হাসান নামে (২৫) বছরের এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশের চুরি হওয়া ২টি পিস্তলসহ ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। নিহত যুবক পীরেরবাগে খুন হওয়া ডিবির পরিদর্শক জালাল হত্যার আসামি বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার (২২ মার্চ) রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পোনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো: মঞ্জুর রাহী জানান, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ভাঙ্গা ব্রীজের কাছে অস্ত্র উদ্ধারে যায় ডিবি পুলিশ। উপস্থিতি টের পেয়ে একদল যুবক পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এতে বাকিরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/টিএম