ফটিকছড়িতে যুবলীগ কর্মী খুন
২৫ মার্চ ২০১৮ ১০:৩৬ | আপডেট: ২৫ মার্চ ২০১৮ ১০:৩৭
স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গুলি করে হারুনুর রশীদ হারুন (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে খুন করা হয়েছে।
শনিবার (২৪ মার্চ) গভীর রাত সাড়ে তিনটার উপজেলার ভুজপুর থানার ভুজপুর ইউনিয়নের মিরেরখীল আমতলী গ্রামে এই হত্যাকাণ্ড ঘটেছে। হারুনের বাড়িও মিরেরখীল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত হারুন মূলত মাটি ব্যবসায়ী। মাটি কেটে ইটভাটায় বিক্রি করে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সারাবাংলাকে জানান, গভীর রাতে ডাম্পার দিয়ে মাটি কাটাচ্ছিল হারুন। অন্ধকারে প্রতিপক্ষ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। রোববার (২৫ মার্চ) ভোরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, মাটি কাটা নিয়ে হারুনের সঙ্গে অনেকের বিরোধ ছিল। রাজনীতির প্রভাব দেখিয়ে হারুন বিভিন্নজনের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিত বলে অভিযোগ আছে। গত সপ্তাহে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলাও হয়। সে আগে কয়েকবার জেলও খেটেছে।
মূলত মাটি কাটার বিরোধেই এ হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ওসি।
সারাবাংলা/আরডি/টিএম