Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানাবর্ষণে বান্দরবানের লামা-আলীকদম সড়ক পানির নিচে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২১ ১৫:১২ | আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৭:৩৭

বান্দরবান: টানা ভারীবর্ষণে পানিতে ডুবে গেছে বান্দরবান শহরের নিম্নাঞ্চল ও লামা-আলীকদমের লাইনঝিরি, শিলেরতুয়া, সিবাতলী, দরদরাঝিরিসহ বেশ কয়েকটি পয়েন্টের সড়ক। এতে বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল।

সোমবার (২৬ জুলাই) মধ্যরাত থেকে ভারীবর্ষণ শুরু হয়। থেমে থেমে টানা দুইদিনের ভারীবর্ষণে সড়কে পানি ওঠায় ভোগান্তিতে পড়েছে স্থানীয় জনগণ। স্বাস্থ্যকর্মী, জরুরি সংবাদপত্রের গাড়িসহ মোটরসাইকেল আরোহীরা নৌকায় করে চলাচল করছে। এদিকে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে জেলাজুড়ে। বিভিন্ন জায়গায় ছোটোখাটো পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত থেকে ভারীবর্ষণের কারণে লামা-আলীকদম উপজেলার প্রধান সড়কের বিভিন্ন স্থানে পানি ওঠে গেছে। সকাল থেকে বৃষ্টিপাত ও প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি বলেন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের স্কুল-কলেজ পরিস্কার করে খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুকনো খাবার রাখা রয়েছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর