Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে মামলার সিদ্ধান্ত ইভানার পরিবারের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৭

ঢাকা: রাজধানীর পরিবাগে  ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অবশেষে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

ইভানার মৃত্যুর ১০ দিন পর অবশেষে মামলা করা হচ্ছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ইভানার বোন ফারহানা ও তার পরিবার সদস্যরা রাজধানীর শাহবাগ থানায় মামলার এজাহার নিয়ে থানায় যাবেন বলে জানা গেছে।

সিসিটিভির ফুটেজের বরাত দিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার ওইদিন জানান, ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন ওই নারী।

পরীবাগে নবাব হাবিবুল্লা রোডের ২/ক/১৪ নম্বর ৯ তলা ভবনের ৫ম তলায় স্বামী স্বামী ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ হাসানের সঙ্গে থাকতেন ইভানা। ইভানা দুই সন্তানের জননী।

ইভানার মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিয়ে সারাবাংলা ডটনেটে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়।

সারাবাংলার অনুসন্ধান অনুযায়ী— ইভানার স্বামী আব্দুল্লাহ মাহমুদ হাসানের সঙ্গে এক নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ নিয়ে ইভানা মানসিক চাপের মধ্যে ছিলেন, তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। স্বামী-সংসারে ইভানাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় বলে অভিযোগ ইভানার স্বজনদের।

এমনকি প্রতিরাতে ইভানাকে ঘুমের ওষুধ খাইয়ে আব্দুল্লাহ মাহমুদ হাসান তার প্রেমিকার সঙ্গে আলাপ চালাতেন বলে সারাবাংলার অনুসন্ধানে উঠে আসে।

আরও পড়ুন
ইভানার মৃত্যুর দায় কার
ইভানার জন্য বন্ধু-সহকর্মীরা কালো ব্যাজ পরে থানায়
স্কলাসটিকা কর্মকর্তা ইভানার মৃত্যুর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
ইভানার মৃত্যুরহস্য: মামলা নিয়ে পরিবারের রহস্যময় আচরণ
ইভানাকে ঘুমের ওষুধ খাইয়ে ‘প্রেমিকা’র সঙ্গে কথা বলতেন রুম্মান
ইভানার মৃত্যুরহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবিতে থানায় আবেদন
ইভানার মৃত্যুরহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবিতে থানায় আইনজীবীরা

 

 

 

সারাবাংলা/ইউজে/একে

ইভানা ইভানার মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর