ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
২০ এপ্রিল ২০২২ ১৯:৫৯
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর ওই এলাকার ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আব্দুর রহমান ইফতির সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।
মানববন্ধনে হাবিবুর রহমান লিটন বলেন, আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমার শিক্ষার্থী ভাইয়ের জন্য। হামলায় আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। ছাত্রলীগের পক্ষ থেকে এ মানববন্ধনে আমরা একাত্মতা প্রকাশ করে দোষীদের যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি।
জাবি ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, আমরা কষ্ট পাই এই ভেবে যে বঙ্গবন্ধুর এই স্বাধীন রাষ্ট্রে যাদের নিয়ে স্বপ্ন দেখছিলেন, সেই ছাত্রসমাজের ওপর আঘাত আসে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার পেছনে কারা মূল হোতা, তাদের খুঁজে বের করে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
এর আগে, সোমবার (১৮ এপ্রিল) মধ্যরাতের দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষ বাঁধে। রাত ১২টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে প্রায় তিন ঘণ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
পরদিন মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত সড়কে ব্যারিকেড দেন শিক্ষার্থীরা। ব্যবসায়ীদের সঙ্গে ফের শুরু হয় সংঘর্ষ। সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে। সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী ছাড়াও বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হন।
সারাবাংলা/টিআর