Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন নয়, বিদ্যমান রাস্তাগুলোই সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০২২ ১৫:০৫

ঢাকা: নতুন করে রাস্তা তৈরি না করে বিদ্যমান রাস্তাগুলো সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পৃথিবীতে জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় বাংলাদেশে অনেক রাস্তা আছে। এখন সেগুলো প্রশস্ত, সংস্কার ও শক্তিশালী করতে হবে। এছাড়া তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে জনগণকে আরও বেশি সচেতন করতে হবে।’

মঙ্গলবার (১০ মে) একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আইসিটি খাতে গুরুত্ব দিতে হবে। এই খাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণরা আয় করছে এবং আরও আয় বাড়ানো সম্ভব। তাই এই খাতে তরুণদের প্রশিক্ষণ দেওয়াই উৎসাহ দিতে হবে।’

এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, প্রধানমন্ত্রীর আইসিটি খাতে অনেক আগ্রহ রয়েছে। তিনি এই খাতের উপর বিশেষ জোর দিয়েছেন।

সারাবাংলা/জেজে/এমও

পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর