ঢাকা: পদ্মা সেতু নির্মাণে বিরোধিতার প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুরের এমপি শাজাহান খান বলেছেন, আপনাদের (বিএনপি) প্রতি অনুরোধ, আপনারা কেউ পদ্মা সেতুতে উঠে সেতু পার হবেন না। আপনাদের জন্য নৌকা রেখে দেব, আপনারা নৌকায় নদী পার হবেন। আপনাদের নেত্রীর (খালেদা জিয়া) কথা অমান্য করবেন না।
রোববার (২৬ জুন) জাতীয় সংসদে ২০২২- ২৩ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে শাজাহান খান এ সব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, ‘যারা এই সেতু বাস্তবায়নে ষড়যন্ত্র করেছেন তাদের আইনের আওতায় আনা হোক। একশ্রেণির বুদ্ধিজীবী যারা প্রতিনিয়ত দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করে আসছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি করছি।’
তিনি বলেন, ‘পদ্মার পাড় সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জীবনের অসহনীয় দুর্ভোগের অবসান হয়েছে। গতকাল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের বৃহৎ সমাবেশ হয়েছে। স্বতঃস্ফূর্ত সমর্থন এর আগে দেখিনি।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় এক অনন্য দৃষ্টান্ত রেখে চলেছেন শেখ হাসিনা। একের পর এক উন্নয়ন করে তিনি এ ধারা অব্যাহত রেখেছেন। একশ্রেণির সুশীল সমাজ পদ্মা সেতুকে নিয়ে ষড়যন্ত্র করে আসছিলেন। পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করেছে। খালেদা জিয়া ঈর্ষান্বিত হয়ে বলেছিলেন, আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু করতে পারবে না। জোড়াতালি দিয়ে এ সেতু বাস্তবায়ন হবে না।’
আরও পড়ুন
জয় বাংলা, জয় পদ্মা সেতু
পদ্মা সেতু বিশাল অর্জন: বিশ্ব ব্যাংক
পদ্মা সেতুতে প্রথম টোল শেখ হাসিনার
পদ্মা সেতুর আবেগের ঢেউ ক্রীড়াঙ্গনে
পদ্মা সেতু চালুতে বিক্রি বেড়েছে ভাঙ্গায়
লেন না মানায় পদ্মা সেতুতে টোল আদায়ে দেরি
৫টা ৪৫ মিনিটে টোল দিয়ে পদ্মা সেতুতে যান চলাচল শুরু
আঞ্চলিক সড়কের জন্য পদ্মা সেতু গুরুত্বপূর্ণ: দোরাইস্বামী
‘প্রধানমন্ত্রী বলেছিলেন ভয় পেলে চলবে না, পদ্মা সেতু করবই’
নদীর তলদেশ স্পর্শ করে যেভাবে দাঁড়িয়েছে পদ্মা সেতুর খুঁটি
‘খালেদা জিয়াকে বলি— আসুন দেখে যান পদ্মা সেতু হয়েছে কি না?’