শিক্ষক হত্যা-নিপীড়নের হোতাদের অবিলম্বে গ্রেফতার দাবি
২৭ জুন ২০২২ ২০:৫০
ঢাকা: দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের হত্যা, নির্যাতন, লাঞ্ছনার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এসব ঘটনার মূল হোতা যারা, তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এ দাবি জানান। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিপীড়ন-লাঞ্ছনার এসব ঘটনাকে ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক নৈরাজ্যের বহিঃপ্রকাশ বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
কয়েকটি ঘটনার উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, সাভারে অধ্যাপক উৎপল কুমার সরকারকে এক ছাত্র পিটিয়ে হত্যা করেছে। সাম্প্রদায়িক উসকানি দিয়ে নড়াইলে মীর্যাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে চূড়ান্ত হেনস্তা করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। ছাত্রলীগের দখলদারিত্বের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অনশনে বসতে হয়েছে।
সাইফুল হক বলেন, আজকাল অহরহই শিক্ষক নিপীড়ন ও লাঞ্ছনার ঘটনা ঘটছে। এসব ঘটনা হত্যা পর্যন্ত গড়াচ্ছে। অনেকগুলো ঘটনার পেছনে সাম্প্রদায়িক মদত ও উসকানির তথ্যও বেরিয়ে আসছে।
বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, সমাজের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পেশার মানুষদের যদি প্রতিনিয়ত এইভাবে লাঞ্ছিত আর অপমানিত হতে হয়, তাহলে সেই সমাজ আর বাসযোগ্য থাকবে না। এ এক ভয়ংকর পরিস্থিতি। প্রতিটি অপরাধমূলক ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত, অপরাধীদের চিহ্নিত, গ্রেফতার ও তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছাত্র সংগঠনের দখলদারিত্বের অবসান ও শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে ছাত্র-শিক্ষকসহ সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান সাইফুল হক।
সারাবাংলা/এএইচএইচ/টিআর
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শিক্ষক নিপীড়ন শিক্ষক হত্যা সাইফুল হক