Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মূল্যস্ফীতির সঙ্গে বেতনের সমন্বয় নেই: পরিকল্পনামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২২ ১৩:৪৪ | আপডেট: ২ নভেম্বর ২০২২ ১৫:১৬

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মূল্যস্ফীতির সঙ্গে বেতনের সমন্বয় নেই। মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে বেতন-ভাতা সেভাবে বাড়েনি।

বুধবার (২ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি বাড়ার মূল কারণ তো আমাদের মনে রাখা উচিত। এটা আমাদের বাজারের ব্যর্থতা নয়। আমাদের বাজার এখন বিশ্ববাজারের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অন্যান্য বাজারের চাপও আমাদের এখানে এসেছে।’

তিনি আরও বলেন, ‘তবুও আমি দাবি করে বলতে পারি আমাদের মূল্যস্ফীতি যে হারে বেড়েছে, আমাদের মতো নিম্নআয়ের দেশের জন্য ভালো বলে মনে করি।’

বিজ্ঞাপন

বৈঠকে আইএলওর ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ (এসএমই) বিশেষজ্ঞ গুনজান দালাকোটি, প্রধান টেকনিক্যাল উপদেষ্টা ইগোর বোস, জাতীয় প্রকল্প সমন্বয়ক অ্যানি ডং ও প্রোগ্রাম অফিসার খাদিজা খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেজে/ইআ

পরিকল্পনামন্ত্রী মূল্যস্ফীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর