Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়দিন উপলক্ষে বেনাপোলে বেড়েছে যাত্রী পারাপার

লোকাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২২ ১০:৪০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ১৪:৪০

বেনাপোল: দেশের বৃহত্তম স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল ও ভারতের পশ্চিমবঙ্গের প্রধান নগরী কোলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় অল্প খরচে স্বল্প সময়ে কোলকাতাসহ ভারতের বিভিন্ন প্রদেশে অনায়াসে যাওয়া যায়। ব্যবসা, চিকিৎসা, পড়াশোনাসহ ভ্রমণ ভিসায় দু’দেশের মধ্যে যাত্রীরা নিয়মিত যাতায়াত করে থাকেন।

এবার খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে তিনদিন সরকারি ছুটি থাকায় প্রতিবেশি দেশ ভারতে যাত্রী যাতায়াত বৃদ্ধি পেয়েছে। হাজার হাজার যাত্রীর কোলাহলে মুখরিত স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনে সরেজমিনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর সকাল ১১টা পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রায় ২২ হাজার দেশি-বিদেশি পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করেছেন।

ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে থাকা ভারতগামী যাত্রীরা জানান, সন্তানদের পরীক্ষা শেষ। একটু বিনোদন ও আত্মীয়ের বাড়ি বেড়াতে ভারতে ঘুরতে যাচ্ছেন তারা। ছুটি পেয়ে অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও বেড়াতে যাচ্ছেন। এর মধ্যে অনেকে চিকিৎসার কাজও সেরে ফেলবেন বলে জানান।

শিক্ষার্থীদের পরীক্ষা শেষ এবং আগামীকাল খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী যাতায়াত বৃদ্ধি পেয়েছে বলে জানান ইমিগ্রেশন ওসি আবুল কালাম আজাদ। বর্তমানে প্রতিদিন ৭ হাজার যাত্রী যাতায়াত করছে। এর আগে আসা যাওয়া করছিল দুই হাজার থেকে তিন হাজার যাত্রী।

বিজ্ঞাপন

তবে বেনাপোল ইমিগ্রেশন যাত্রী সেবার মান বৃদ্ধি করেছে। দ্রুত যাতে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা ভারতে প্রবেশ করতে পারে তার জন্য ইমিগ্রেশনের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন, বলেও উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/এমও

বড়দিন বেনাপোল

বিজ্ঞাপন

কবরী: স্মৃতিতে ‘মিষ্টি মেয়ে’
১৭ এপ্রিল ২০২৫ ১৬:৪২

আরো

সম্পর্কিত খবর