Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিকের সামাজিক সুরক্ষা প্রচারের লক্ষ্যে পথনাটক

সারাবাংলা ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩ ২০:১৩

ঢাকা: শ্রমিকের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম বিষয় প্রচারের লক্ষ্যে পথনাটক আয়োজন করেছে কর্মজীবী নারী।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় মিরপুর-১৩ এর শহীদ মিনারে এবং বিকাল ৪টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে একশনএইডের সহযোগিতায় এই আয়োজন করা হয়।

পথ নাটক ‘স্বপ্ন হলো সত্যি’ পরিবেশন করে বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার আর্ট ইউনিট। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন স্বাধীন শাহ।

পথনাটক পরিবেশনের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন, একশনএইড এর ব্যবস্থাপক মরিয়ম নেছা, জিআইজেড এর প্রতিনিধি নকীব রাজীব আহমেদ এবং থিয়েটার আর্ট ইউনিট এর ভারপ্রাপ্ত দল প্রধান সেলিম মাহবুব। অনুষ্ঠান পরিচালনা করেন কর্মজীবী নারী’র সমন্বয়ক রাজীব আহমেদ।

পথনাটক শেষে শ্রমিকদের জন্য কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নাট্যকর্মীদের মাঝে প্রকল্পের স্মারক তুলে দেন একশনএইড এর ব্যাবস্থাপক মরিয়ম নেছা।

সারাবাংলা/এমও

কর্মজীবী নারী পথনাটক শ্রমিক সামাজিক সুরক্ষা


বিজ্ঞাপন
সর্বশেষ

৫০-এ ‘এমন যদি হতো’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩০

আদালতে হিরো আলমের ওপর হামলা
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৯

সম্পর্কিত খবর