Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে সোনা ও হুন্ডি টাকাসহ পাচারকারী আটক

লোকাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৩ ২১:৫৪

বেনাপোল (যশোর): জেলার বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে সোনারবার ও হুন্ডি টাকাসহ ইয়ামিন (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। ২টি সোনারবার ও নগদ ১২ লাখ ৫৫ হাজার টাকা এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (৩০ অক্টোবর) বিকালে ৪ টায় তাকে হাতেনাতে আটক করা হয়। আটক ইয়ামিন জেলার বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের মাদক সম্রাট সোনা চোরাকারবারী বাদশা মিয়ার ছেলে।

বিজিবির জানান, সোমবার বিকেল প্রায় ৪টায় আমড়াখালি চেকপোস্টের বিজিবি সদস্যরা নিয়ম অনুযায়ী গাড়ি তল্লাশি করে। এ সময় একজন মোটরসাইকেল আরোহী ইয়ামিনকে তল্লাশিকালে তার আচরণ সন্দেহজনক মনে হলে, বিজিবি সদস্যরা তার এবং মোটরসাইকেলটির ভালোভাবে তল্লাশি করে। তল্লাশির এক পর্যায়ে তার মোটরসাইকেলের সিটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২টি সোনারবার, ২টি মোবাইল এবং ১২ লাখ ৫৫ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার বার ২টির ওজন ০.২৩৪ গ্রাম। যার বর্তমান মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা। এত করে সোনার বার বাংলাদেশি নগদ টাকা, মোবাইল এবং মোটরসাইকেলের মূল্য ৩৭ লাখ ১৬ হাজার টাকা। উদ্ধার করা মোটরসাইকেলসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং সোনার বার ও নগদ টাকা সরকারি ট্রেজারিতে জমা করা হয় বলে জানিয়েছে বিজিবি।

সারাবাংলা/এসএনইউ/এনএস

বেনাপোল

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর