১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক
১২ মে ২০২৪ ১৮:৩৫
ঢাকা: সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করতে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি।
রোববার (১২ মে) বিকেল সাড়ে বেলা ৩টায় গুলশানে বিএনপির চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব আবু হানিফ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মওলানা আবদুল করিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপার) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান এবং বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান।
সারাবাংলা/এজেড/এমও