Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ক্ষমতা হারালো মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৪ ২২:৫৯

ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রস্তাব স্থগিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৮ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০২৩-এর ৩৪ (ক) ধারার আওতায় সরকার কর্তৃক জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিকগুলোতে বিরূপ নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং এর ফলে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে বা হতে পারে। এ অবস্থায় ওই ধারার অধীনে মূল্যবৃদ্ধির প্রস্তাব বিবেচনা আপাতত স্থগিত থাকবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, ‘বাধ্য না হলে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়াবে না বর্তমান সরকার। বিদ্যুতের দাম যদি আর না বাড়ে বুঝতে হবে আমরা ভালো কাজ করছি। কিন্তু দাম যদি আবার বাড়তে থাকে, তাহলে ভালো কাজটা কীভাবে করলাম? পরিসংখ্যান দিয়ে আপনাকে আর মূল্যায়ন করা হবে না।’

জ্বালানি উপদেষ্টা আরো বলেন, ‘২০১০ সালের বিদ্যুতের বিশেষ বিধান আইন নিয়ে অনেকে লিখেছেন। এজন্য আজকে আমি সিদ্ধান্ত দিয়েছি ২০১০ সালের আইনের অধীনে বর্তমানে যেসব জিনিস প্রক্রিয়াধীন হচ্ছে, আপাতত সেগুলো মুলতবি থাকবে। তবে আগে যেগুলো হয়ে গেছে চুক্তি-টুক্তি, সেগুলো বহাল থাকবে। আইনটিকে আমরা রিভিউ করবো, এরপর সিদ্ধান্ত হবে।’

তিনি আরও বলেন, ‘মানুষের প্রত্যাশা এই ধারা (সংশোধিত বিইআরসি আইনের) ব্যবহার করে আপাতত কোনো মূল্যবৃদ্ধি হবে না। আপাতত যদি মূল্যবৃদ্ধি করতে হয় তাহলে বিইআরসির যে বিধান আছে সেই বিধান অনুযায়ী স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করে, সবার কাছে জেনে-শুনে তারপর করতে হবে।’

বিজ্ঞাপন

জ্বালানি উপদেষ্টা আরও বলেন, ‘এছাড়া সিদ্ধান্ত হয়েছে দুই বিভাগই একটা ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা দেবে। এখন রেভিনিউ তো হঠাৎ বাড়বে না। এতদিন অচল অবস্থা ছিল, রেভিনিউ আহরণ ব্যাহত হয়েছে। যত ধরনের বাহুল্য ব্যয় আছে এবং অপ্রয়োজনীয় প্রকল্প সব বাদ দিতে হবে।’

সারাবাংলা/জেআর/এমও

জ্বালানি তেল মন্ত্রণালয় মূল্য সমন্বয়

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর