Thursday 20 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি হেনরী স্বামীসহ গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৭

ঢাকা: সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৩০ সেপ্টেম্বর) জেলার বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, গত ৪ আগস্ট সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জান্নাত আরা হেনরী ও তার স্বামী লাবু তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর তারা বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তারা মৌলভীবাজারে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে র‍্যাব।

সারাবাংলা/ইউজে/পিটিএম

এমপি গ্রেফতার জান্নাত আরা হেনরী টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর