ঢাকা: বরিশাল থেকে আটক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান এ আদেশ দেন।
এর আগে আলেপ উদ্দিনকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে যাত্রাবাড়ী থানার পুলিশ।
পরিবারের অভিযোগ, পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে গত মঙ্গলবার দুপুর ২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে তুলে নেওয়া হয়। দুই দিন পর বৃহস্পতিবার তাকে আদালতে উপস্থাপন করা হয়।
আলেপ উদ্দিন পুলিশের ৩১তম বিসিএসের কর্মকর্তা। ছাত্র-জনতার গণআন্দোলনের সময় তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন।