সিপিবি সমাবেশে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি
১৫ নভেম্বর ২০২৪ ০১:৫০
ঢাকা: পঞ্চগড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে হামলাকারী ‘সন্ত্রাসীদে’র গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। পাশাপাশি গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানিয়েছে জোটটি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এ দাবি জানানো হয়।
বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে বামজোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি শাহ্ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।
বৈঠকে বক্তারা বলেন, বুধবার (১৩ নভেম্বর) পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সিপিবির পূর্বনির্ধারিত সমাবেশে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বক্তব্য রাখার সময় একদল সন্ত্রাসী অতর্কিত আক্রমণ করে এবং সমাবেশের ব্যানার ও মাইক ছিনিয়ে নেয়। স্থানীয় প্রশাসনকে এ বিষয়টি অবহিত করা হলেও এখন পর্যন্ত তাদের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। বাম গণতান্ত্রিক জোটের নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
এদিকে বুধবার স্বাস্থ্য উপদেষ্টার পঙ্গু হাসপাতাল পরিদর্শনের সময় সেখানে ভর্তি থাকা গণঅভ্যুত্থানে আহত রোগীরা বিক্ষোভ শুরু করেন। অভ্যুত্থানের তিন মাস পেরিয়ে গেলেও তাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না ও রাষ্ট্রীয় কোনো সহযোগিতা তারা পাচ্ছেন না অভিযোগে পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে আহতরা নেমে সড়ক অবরোধ করেন।
বৈঠকে বক্তারা বলেন, বামজোটের পক্ষ থেকেও আমরা বারবার হত্যাকাণ্ডের বিচার, নিহতদের পরিবারকে সহযোগিতা, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়ে এসেছি। দ্রুত সময়ে এসব দাবি বাস্তবায়ন করার আহ্বান জানান তারা।
সারাবাংলা/এএইচএইচ/টিআর