Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতে না পেলেও অনলাইন থেকে সংগ্রহ করা যাবে পাঠ্যবই

স্পেশাল করেসপডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৬:৫২ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ২১:০৪

শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে হাতে বই না পেলেও অনলাইনে সকল বই পাবেন। ছবি: সারাবাংলা

ঢাকা: মুদ্রণ কাজ শেষ না হওয়ায় এবার উৎসব করে শিক্ষার্থীদের হাতে সব শ্রেণি ও সব বিষয়ের বই দিতে পারেনি সরকার। এ কারণে এবার প্রাথমিকে মাত্র তিনটি শ্রেণির বই দেওয়া গেছে এবং মাধ্যমিকে দুই শ্রেণির বই এখনো ছাপাই হয়নি। তবে শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে হাতে বই না পেলেও অনলাইনে সকল বই পাবেন।

শিক্ষার্থীদের সুবিধার্থে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন চালু করা হয়েছে। এখন থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর ওয়েবসাইটে (https://nctb.gov.bd/) বইয়ের পিডিএফ কপি পাওয়া যাবে।

বিজ্ঞাপন

এনসিটিবি সূত্র অনুযায়ী, এবার প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ ৩ হাজার ২৮৩ জন। তাদের জন্য ছাপা হচ্ছে ৪০ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ২০২ কপি বই। এরমধ্যে প্রাথমিকের ২ কোটি ৯ লাখ ৪৪ হাজার ৪৭৯ শিক্ষার্থীর জন্য ছাপানো হচ্ছে ৯ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৩৫৫টি বই।

আর মাধ্যমিক পর্যায়ের ২ কোটি ২৪ লাখ ৫৮ হাজার ৮০৪ জন শিক্ষার্থীর জন্য ছাপানো হচ্ছে ৩০ কোটি ৯৬ লাখ ১২ হাজার ৮৪৭ কপি বই। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সাড়ে ৮ হাজারের বেশি ব্রেইল বই ছাপা হচ্ছে। শিক্ষকদের জন্য ছাপা হবে প্রায় ৪১ লাখ সহায়িকা।

জানা যায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত মোট ৬ কোটি ৬ লাখ বই ছাপানো হয়েছে। এনসিটিবির কর্মকর্তারা ধারণা করেছেন, অবশিষ্ট ৩৪ কোটি বই ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে ফেব্রুয়ারি পার হয়ে যেতে পারে। যে কারণে এনসিটিবি তাদের ওয়েবসাইটে সকল বইয়ের পিডিএফ ফাইল আপলোড করেছে। যা শিক্ষার্থীরা ইচ্ছেমত ডাউনলোড করে দেখতে ও পড়তে পারবে।

এর আগে, বুধবার (১ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন ও মোড়ক উন্মোচন’ করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন। তিনি বলেন, ‘সব বই ছাপা শেষ করা যায়নি। তার সঙ্গত কারণও আছে। তবে এটি এখন আমার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আশা করি, যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে দ্রুত বাকি বই ছাপা হয়ে যাবে।’

বিজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক এ বি এম রেজাউল করীম এর সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার শিক্ষাবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

সারাবাংলা/জেআর/এইচআই

এনসিটিবি পাঠ্যবই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর