Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁধ ভাঙে উচ্ছ্বাসে!


৬ মে ২০১৯ ১৫:৩৪ | আপডেট: ৬ মে ২০১৯ ১৫:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোষণা করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এবার সারাদেশে গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। জিপিএ-৫ কিংবা পাসের হার উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। ফল ঘোষণার পর ঢাকার বিভিন্ন স্কুলে আনন্দের বন্যা বয়ে যায়। নেচে গেয়ে ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীরা সফলতা উদযাপন করেন। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্কুল থেকে  আগামী প্রজন্মের বাঁধনহারা  আনন্দের মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন-হাবিবুর রহমান, রাজনীন ফারজানা, সুমিত আহমদে ও  শ্যামল নন্দী।

এই ছবিটা সারাজীবন বাঁধিয়ে রাখার মতো। তবে সবার মাথায় চড়া শিক্ষার্থী, এ প্লাস পেলেন নাকি গোল্ডেন এ প্লাস পেলেন তা অবশ্য জানা হলো না।

বিজ্ঞাপন

শুধু শুধু (ভি) ভিক্টরি সাইন দেখানোর জন্য আজকের চেয়ে উপযুক্ত দিন আর হয়না!

হতে চাই পাখি কিংবা প্রজপ্রতি!

ক্যামেরা সামনে থাকলে ছবি তোলার ইচ্ছা হওয়া খুবই স্বাভাবিক

এক, দুই, তিন… চার, পাঁচ, ছয়,…..

বন্ধন অমলিন!

সবশেষে আর কি! হয়ে যাক সেলফি!

 

 

সারাবাংলা/ এনএইচ

 

 

 

এসএসসি ২০১৯ এসএসসি ও সমমান পরীক্ষা ফলাফল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর