আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে অধিনায়ক যথারীতি লিটন দাস, সহ-অধিনায়ক সাইফ হাসান।
দলে জায়গা হয়নি অফ ফর্মে থাকা উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিকের। জায়গা পাননি সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
গত বিশ্বকাপ খেলা ৬ জন ক্রিকেটার এবারের বিশ্বকাপ দলে জায়গা ধরে রাখতে পারেননি। জাকের, শান্ত ছাড়া বাকি চারজন হলেন- সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও তানভীর ইসলাম।
তাদের জায়গায় যুক্ত হয়েছেন পারভেজ হোসেন ইমন, সাইফউদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান ও নাসুম আহমেদ।
বাংলাদেশের বিশ্বকাপ দলে ব্যাটার ৭ জন, স্পিনার ৩ জন। বাকি পাঁচজন পেসার। টি-টোয়েন্টি দলে পেস ডিপার্টমেন্টে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব নিয়মিত। তাদের সঙ্গে নেওয়া হয়েছে শরিফুল ইসলাম ও সাইফউদ্দিনকে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।