Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোচনা না করেই মোস্তাফিজকে বাদ, বোমা ফাটালেন বিসিসিআই অফিসিয়াল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৩:২৯ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১৪:৪৮

অনেকটা হুট করেই বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। কলকাতা পরে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয়। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, সদস্যদের সঙ্গে আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আলোচনা করা হয়নি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গেও।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, যথাযথ প্রক্রিয়া মেনে বাদ দেওয়া হয়নি মোস্তাফিজকে। আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের এক অফিশিয়াল ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেন, ‘আমরা মিডিয়া থেকে এটা (মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত) জেনেছি। কোনো আলোচনা হয়নি। আমাদের তরফ থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি।’

বিজ্ঞাপন

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াকে জিজ্ঞেস করা হয়, মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বোর্ড সভা ডাকা হয়েছিল কিনা বা আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে আলোচনা করা হয়েছিল কিনা। এসব প্রশ্নের কোনো উত্তর দেননি সাইকিয়া।

গত ৩ জানুয়ারী দেবজিৎ সাইকিয়া গণমাধ্যমকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’

ভারতীয় উগ্রপন্থীদের দাবিতে হুট করে নেওয়া এমন সিদ্ধান্তের কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বিসিবি। সেই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের মিনি আইপিএল নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ ‍রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল খেলতে মোস্তাফিজকে অনাপত্তিপত্রও দিয়েছিল বিসিবি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর