নিরাপত্তার বিষয়টি সামনে এনে আসন্ন বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা সর্বোত্র। এর মধ্যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতে আন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে পরামর্শ করতে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই বৈঠকে বিসিবির সহ-সভাপতিসহ বেশ কয়েকজন পরিচালকও আছেন।
সচিবালয়ে এই সভার পর ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে বার্তা দেওয়া হবে বলে জানা গেছে। এমন পরিস্থিতির সূচনা মোস্তাফিজুর রহমানকে নিয়ে।
ভারতীয় উগ্রপন্থীদের দাবিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে হুট করেই আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। বিষয়টির সমালোচনা হচ্ছে সর্বোত্র। খেলাধুলার মধ্যে রাজনীতি টানা উচিত নয় এমন কথা বলা হচ্ছে খোদ ভারতেও।
ভারতীয় বোর্ডের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বিসিবি। সেই সঙ্গে বাংলাদেশে আইপিএলের খেলা সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, ক্রিকেটভিত্তিক ভারতীয় দুই সংবাদমাধ্যম ক্রিকইনফো ও ক্রিকবাজের সংবাদে বলা হয়, আইসিসির পক্ষ থেকে বিসিবিকে ‘আল্টিমেটাম’ দিয়ে বলা হয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে। তবে আজ বিকেলে এক বিবৃতিতে বলা হয়েছে, এই সংবাদটি পুরোপুরি ভিত্তিহীন, বানোয়াট। আইসিসির পক্ষ থেকে কোনো ধরনের আল্টিমেটাম দেওয়া হয়নি। বাংলাদেশের দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আইসিসি, এমনটা বলা হয়েছে বিসিবির বিবৃতিতে।
জানা গেছে, আইসিসির পক্ষ থেকে বিসিবির কাছে ই-মেইল পাঠানো হয়েছে। তাতে ভারতে বাংলাদেশ দলের যথেষ্ট নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হয়েছে।