Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে যেতে সিলেটকে ১৬৬ রানের টার্গেট দিল রাজশাহী

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ২০:০৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২১:১৮

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিপিএলের প্রথম পর্ব শেষ করেছিল রাজশাহী ওয়ারিয়র্স। প্লে-অফের প্রথম ম্যাচটা বাজে খেললেও দ্বিতীয় ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর গড়ল রাজশাহী। সিলেট টাইটান্সের বিপক্ষে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৬৫ রান তুলেছে আগে ব্যাটিং করতে নামা রাজশাহী।

বিপিএলে ঢাকার পিচ যেমন আচরণ করছে, তাতে এই রানকে চ্যালেঞ্জিং স্কোরই বলতে হবে। নিউজিল্যান্ডের দুই ব্যাটার জেমি নিশাম ও কেন উইলিয়ামসনের ব্যাটে এমন স্কোর পেয়েছে রাজশাহী। একপ্রান্ত আগলে রেখে ইনিংস ধরে ছিলেন সকালে বাংলাদেশে এসে সন্ধ্যায় খেলতে নামা উইলিয়ামসন। আর শেষ দিকে ঝড় তুলেছিলেন অপর কিউই ব্যাটার জেমি নিশাম।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং নেয় সিলেট। রাজশাহীর ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়েছে।

পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম শুরুতে দ্রুত রান তুলেছেন। বিশেষ করে তামিম ছিলেন দারুণ আগ্রাসী। নিজের ইনিংস অবশ্য বড় করতে পারেননি বাংলাদেশি তরুণ। ১৫ বলে ৩২ রান করে আউট হয়েছেন দলীয় ৪১ রানের মাথায়। তামিম চার হাঁকিয়েছেন ১টি, ছক্কা ৪টি।

শাহিবজাদা ফারহান ২১ বলে ৪টি চার ১টি ছয়ে করেছেন ২৪। আজই বাংলাদেশে উড়ে আসা উইলিয়ামসন তিনে নেমে ইনিংস মেরামতে মনোযোগ দেন। দুই ওপেনার ফেরার পর একপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল রাজশাহী। তবে অন্যপ্রান্ত আগলে রেখেছিলেন উইলিয়ামসন।

সেই ভীতের ওপর দাঁড়িয়েই শেষ দিকে ঝড় তুলতে পেরেছেন জেমি নিশাম। ১৯তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ২৬ বল খেলে ৪টি চার ২টি ছয়ে ৪৪ রান করেন জেমি নিশাম। উইলিয়ামসন অপরাজিত ছিলেন ৩৮ বলে ১টি চার ২টি ছয়ে ৪৫ রানে।

সিলেটের হয়ে তিন উইকেট নিয়েছেন সালমান ইরশাদ। দুটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর