তবুও বিসিবি বলছে গেইল আসবেন
২৭ নভেম্বর ২০১৯ ১৬:০৪
বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তার নাম আছে জানতেনই না ক্রিস গেইল। সঙ্গত কারণেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে নিজের নাম দেখে বিস্মিত হয়েছেন। অবশ্য তার বিস্ময়ের পেছনে অবশ্য সুস্পষ্ট কারণও আছে। ক্যারিবিয় এই ব্যাটিং টর্নেডো সিদ্ধান্ত নিয়েছেন ২০১৯ সালের বাকি সময়টা বিশ্রামেই থাকবেন। আর ঠিক সেকারণেই ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ওয়ানডে খেলার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন। ফিরিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের প্রস্তাবও। একই কারণে বিপিএলে খেলারও কোনো কারণ নেই।
পড়ুন: নিজেই জানতেন না বিপিএলে খেলবেন গেইল
বলার অপেক্ষাই রাখে না প্লেয়ার্স ড্রাফটের পরে গেইলের এমন মন্তব্য চট্টগ্রামের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতোই। কেননা টুর্নামেন্টের আর ২০ দিনও বাকি নেই। এদিকে অংশগ্রহণকারী দলগুলোও ইতোমধ্যেই অনানু্ষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে। ঠিক এমন একটি সময় এই মন্তব্য করে বসলেন গেইল!
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে বিপিএলে গেইলকে পেতে তারা আশাবাদী। কেননা জাতীয় দলের একজন প্লেয়ারকে বিপিএলে পেতে যে যে প্রক্রিয়া অনুসরণ করতে হয় এর সবই বাংলাদেশ ক্রিকেট করেছে। সেকারণেই তাদের প্রত্যাশার পারদ এত ওপরে।
বুধবার (২৭ নভেম্বর) সংবাদ মাধ্যমকে এই প্রত্যাশার কথা জানালেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট প্লেয়ারের ব্যাপারে বলব না। আমি আপনাদের প্রক্রিয়াটা বলি, জাতীয় দলের কোনো প্লেয়ারের কোন নাম যখন আসে আমরা সঠিক প্রক্রিয়া অনুসরণ করি। প্লেয়ার বা প্লেয়ারের এজেন্ট আগ্রহ দেখালে তার নাম চলে আসে। এবং এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। আপনারা বলার পরে আমরা চেক করে দেখেছি এটা প্রক্রিয়া মেনেই করা হয়েছে।‘
‘আসলে আমরা অবগত না যে কোন পরিস্থিতিতে এই কথাটা এসেছে। আমরা চেক করছি। প্লেয়ারদের এজেন্ট যারা আছেন তাদের সাথে যোগাযোগ হচ্ছে। আপনার জানেন ইতোমধ্যেই সংশ্লিষ্ট দলের সঙ্গে এজেন্টদের যোগাযোগ হচ্ছে। আশা করছি ঠিক হয়ে যাবে।‘
ক্রিস গেইল নিজামউদ্দিন চৌধুরী সুজন বঙ্গবন্ধু বিপিএল বিসিবি সিইও