বেলজিয়াম, জার্মানির বিদায় বিশ্বকাপের ১২তম দিনে
২ ডিসেম্বর ২০২২ ০৮:৩৬
ইউরোপের দুই জায়ান্ট বেলজিয়াম ও জার্মানির বিদায় কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই। সেই সঙ্গে আরও এক অঘটনের জন্ম দিয়েছে বিশ্বকাপের ১২তম দিন। স্পেনের মতো পরাশক্তিকে হারিয়ে দিয়েছে এশিয়ান জায়ান্ট জাপান। আর তাতেই স্পেনকে সঙ্গী করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউটে জাপান।
ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বেলজিয়াম। আর কানাডাকে হারিয়ে ৩৬ বছর পর শেষ ষোলোর টিকিট কেটেছে মরক্কো।
৩৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোতে মরক্কো
শেষবার ১৯৮৬ সালে বিশ্বকাপের শেষ ষোলোতে খেলেছিল মরক্কো। এরপর কাতার বিশ্বকাপ ২০২২ এসে নিজেদের ম্যাজিক দেখালো মরক্কো। বেলজিয়াম, ক্রোয়েশিয়া আর কানাডা সঙ্গে একই গ্রুপে থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে মরক্কো। বেলজিয়াম আর কানাডার বিপক্ষে জয় আর ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে মরক্কো।
গ্রুপ পর্ব থেকে বেলজিয়ামের বিদায়, উৎরে গেল ক্রোয়েশিয়া
শঙ্কা জেগেছিল আগেই। মরক্কোর কাছে ২-০ গোলে হারের পর বিদায় অনেকটা নিশ্চিত ছিল বেলজিয়ামের। তবে আশা ছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে যেকোনো ব্যবধানের জয় হ্যাজার্ড-ডি ব্রুইনদের নিয়ে যেত বিশ্বকাপের শেষ ষোলোতে। তবে লুকা মদ্রিচদের সঙ্গে গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত আর গোল করা হয়নি বেলজিয়ামের। আর তাতেই গোলশূন্য ড্র হয় ম্যাচটি। এতেই বেলজিয়ামকে টপকে গ্রুপ রানার্সআপ হয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে যায় ক্রোয়েশিয়া। আর বাদ পড়ে বেলজিয়াম।
স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে জাপান
কাতার বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটেই চলেছে। তবে এখন আর তা অঘটন বললেই বরংচ ভুল বলা হবে। দুর্দান্ত ফুটবল খেলে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে জাপান। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনকে হারিয়ে দিয়েছে জাপান। আর তাতেই গ্রুপ ‘ই’ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জাপানিরা।
কোস্টারিকাকে হারিয়েও গ্রুপ পর্ব থেকেই বিদায় জার্মানির
কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জিতেও শেষ পর্যন্ত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো জার্মানিকে। শেষ ম্যাচে সমীকরণ ছিল অনেক। নিজেদের ম্যাচে কেবল জিতলেই হবে না। সেই সঙ্গে স্পেন ও জাপানের মধ্যকার ম্যাচে জয়ী হতে হবে স্পেনকে। নিজেদের কোস্টারিকাকে হারালেও অন্যদিকে জাপানের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে যায় স্পেন। আর তাতেই স্পেনের সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় জার্মানির।
সারাবাংলা/এসএস
১২তম দিন কাতার বিশ্বকাপ ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম জাপান বনাম স্পেন জার্মানি বনাম কোস্টারিকা ফুটবল বিশ্বকাপ ২০২২ মরক্কো বনাম কানাডা