Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানা নেই রিজওয়ানের!

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবম বিপিএলে আজ নানান উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নবম বিপিএল খেলা পাকিস্তানি তারকা  মোহাম্মদ রিজওয়ান নাকি এই দিবস সম্পর্কে জানেনই না!

১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছিল রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকতসহ অনেককে। ১৯৯১ সালের নভেম্বরে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে বিপিএলের ম্যাচ চলাকালে আজ বিশেষ পরিকল্পনা হাতে নেয় বিসিবি।

জায়েন্ট স্কিনে বারবার ভেসে উঠেছে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর বার্তা। ধারাভাষ্যে ব্যাবহৃত হয়েছে বাংলা ভাষা। ধারাভাষ্যকাররা বাংলা বর্ণ খোদায় করা পাঞ্জাবি, শাড়ি পরেছেন। ক্রিকেটাররা বাংলা বর্ণ সম্বলিত আম্বব্র্যান্ড পরেছেন।

আজ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেছে কুমিল্লা। কুমিল্লার ক্রিকেটার রিজওয়ানও আমব্র্যান্ড পরেছেন। কিন্তু তিনি নাকি মাতৃভাষা সম্পর্কে জানেন না!

ম্যাচে ৭০ রানের জয় পেয়েছে কুমিল্লা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন উঠলে মোহাম্মদ রিজওয়ান সরাসরি বলে দিরেন, ‘আমি বাংলাদেশকে শুভ কামনা জানাই, যদিও জানি না আজ কী দিন। পুরো দলের জন্যই পরেছি ব্যাজ। পুরো দল পরেছে, তাই আমিও পরেছি।’

বিষয়টি না জানার জন্য দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার, ‘এর জন্য দুঃখিত- আমি জানি না বাংলাদেশে আজ কী দিন। যদিও শুভেচ্ছা জানিয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে বরাবরই ভালোবাসা পেয়েছি। কোচিং স্টাফ, খেলোয়াড় ও বিশেষত বাংলাদেশের মানুষ। আমি এখান থেকে পেশোয়ারের মতোই ভালোবাসা পাই। এখন যেখানে থাকি, আমি আলাদা কিছু দেখি না এই ভালোবাসার চেয়ে।’

পরে তাকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস সম্পর্কে জানিয়ে দেওয়া হলে রিজওয়ান বলেন, ‘ও আচ্ছা। আপনি যেমন বলেছেন, আজ বাংলাদেশের ভাষা দিবস। আমি শিখেছি ভালোবাসো, কেমন আছো, ভালো ভালো, এই ধরনের কিছু শব্দ।’

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৩ মোহাম্মদ রিজওয়ান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর