Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামজার মতো প্রবাসীদের খোঁজে নামছে ফেডারেশনগুলো

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ২০:০৮

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে হামজা চৌধুরী খেলে যাওয়ার পর থেকেই বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের নিয়ে চলছে আলোচনা। ফাহামিদুল ইসলাম অনুশীলন ক্যাম্পে ছিলেন, দলে যোগদানের প্রক্রিয়ায় আছেন কানাডা প্রবাসী সামিত সোমও। সেই ধারাবাহিকতায় দেশের ক্রীড়াঙ্গনের সকল ফেডারেশন-অ্যাসোসিয়েশনকে নিজ নিজ খেলার বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী খেলোয়াড়দের খুঁজে বের করার তাগিদ জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

বিজ্ঞাপন

এই বিষয়ে আজ (বুধবার) দেশের সব ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছেন এনএসসি সচিব মো.আমিনুল ইসলাম। সেই চিঠিতে বিভিন্ন ডিসিপ্লিনের প্রবাসী অ্যাথলেটদের জাতীয় দলে সুযোগ করে দিতে সরকারের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতার কথাও বলা হয়েছে।

ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের আগমন নতুন কিছু নয়। ২০১৩ সালে ডেনমার্ক থেকে বাংলাদেশে আসেন বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে হামজা দেশে আসার পর সেই উন্মাদনা পায় নতুন মাত্রা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার বলে কথা। সেই ধারাবাহিকতায় কানাডা প্রবাসী সামিত সোমও এখন সবুজ সংকেত দিয়েছেন বাফুফেকে।

যুক্তরাষ্ট্র প্রবাসী জিমন্যাস্ট জ্যাক আশিকুলকে আনতে বাংলাদেশি পাসপোর্টের ব্যবস্থা করেছে জিমন্যাস্টিক ফেডারেশন। এর বাইরে বক্সিং, অ্যাথলেটিক্স, সাঁতারেও অবদান আছে প্রবাসী খেলোয়াড়দের। যুক্তরাজ্য প্রবাসী দৌড়বিদ ইমরানুর রহমান, নিউজিল্যান্ড প্রবাসী আরও দুই জিমন্যাস্ট সাইক সিজার ও আলী কাদির, যুক্তরাষ্ট্র প্রবাসী নারী বক্সার জিনাত ফেরদৌসরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন বাংলাদেশের হয়ে।

সারাবাংলা/জেটি

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর