‘কবির সিং’ ছবির সাফল্যে ভাসছে বলিউড তারকা শহীদ কাপুর। ভাসবেনই না বা কেন? শহীদের লো বাজেটের এই ছবি ইতিমধ্যে ২৪০ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে। যেভাবে আগাচ্ছে দ্রুতই তা তিনশ কোটির ঘরে পা রাখবে। শুধু ব্যবসাই না ছবিতে কবির সিং চরিত্রের শহীদ কাপুরের অভিনয়ও প্রশংসিত হচ্ছে। আর এই সুযোগেই নিজের পারিশ্রমিকের অংকটা বাড়িয়ে দিয়েছেন শহীদ।
আরও পড়ুন : নোবেলের গানে দুই বাংলার মিউজিশিয়ান
জানা গেছে, ছবি প্রতি আগে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিতে শহীদ কাপুর। সর্বশেষ কবির সিং-এর সাফল্যের পর এক লাফে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন এই অভিনেতা। অর্থাৎ এখন যদি কেউ শহীদকে সিনেমায় নিতে চান তবে তাকে গুণতে হবে ৩৫ কোটি টাকা।
৩৫ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়ে শহীদ কাপুর পারিশ্রমিকের দিক দিয়ে প্রথম সারির নায়কের কাতারে চলে এলেন। ফিসফাস যা খবর পাওয়া যায় তাতে ছবি প্রতি সর্বোচ্চ ৬০ কোটি টাকা পারিশ্রমিক নেন সালমান খান। তারপরই আছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, আমির খান আর হৃতিক রোশনরা। তারা কম-বেশি ছবি প্রতি ৩০ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নেন। শহীদ কাপুরও ঢুকে গেলেন সর্বোচ্চদের তালিকায়।
সারাবাংলা/পিএম