Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনের পর দিন সেবা করেছেন যুদ্ধাহত মুক্তিসেনাদের…

আশীষ সেনগুপ্ত
৪ ডিসেম্বর ২০২১ ১৭:৫২

বাংলাদেশের নৃত্যজগতের দিকপাল মিনু হক। নৃত্যকে সঙ্গী করেই পথ চলছেন এই শিল্পী। সাংস্কৃতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা মিনু হকের নাচের হাতেখড়ি শিক্ষক দুলাল তালুকদারের কাছে। এরপর ১৯৬৭ সালে যুক্ত হয়েছিলেন বাফায়। তৎকালীন পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক দলের সদস্য হিসেবে সফর করেছিলেন বিভিন্ন দেশে।

১৯৭৭-এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন মিনু হক। ১৯৯৭ সালে গড়ে তোলেন তার নাচের স্কুল ‘পল্লবী’। একই সঙ্গে গত বারো বছর ধরে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি হিসেবে নৃত্যশিল্পের প্রচার ও প্রসারে কাজ করে চলেছেন সারা দেশব্যাপী। তারই স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালে পেয়েছেন ২১শে পদক।

বিজ্ঞাপন

আজীবন দেশীয় সংস্কৃতিকে লালন করা মিনু হক ১৯৭১-এ নিজেকে সঁপে দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। যুদ্ধকালীন সময়ে ভারতের আগরতলায় দিনের পর দিন সেবা করে গিয়েছেন যুদ্ধাহত মুক্তিসেনাদের।

আজকের কথোপকথনে এই গুণীর পথচলা ও যুদ্ধ দিনের স্মৃতিকথা…

https://youtu.be/6zajs4R1KoQ

আরও দেখুন-

সারাবাংলা/এএসজি

৭১'র দিনগুলি কথোপকথন কথোপকথনে ৭১'র দিনগুলি নৃত্যশিল্পী মিনু হক মিনু হক সারাবাংলা কথোপকথন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর