Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবলিক প্রসিকিউশনের সাফল্য
পঞ্চগড়ে মুক্তি পেল তিন হাজার নির্দোষ মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ২৩:৩৮ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ২৩:৪২

পঞ্চগড়: মাত্র ৯ মাসে ২৮টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা নিষ্পত্তি করে প্রায় ৩ হাজার নির্দোষ মানুষকে মুক্তি দিয়েছে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউশন (পিপি) টিম। বিচার ব্যবস্থার ধীরগতি নিয়ে চলমান সমালোচনার মধ্যে এটি এক নজিরবিহীন সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি।

তিনি জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে পঞ্চগড়ে গণঅভ্যুত্থানের পর তৎকালীন সরকার রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে ভিত্তিহীন মামলা দায়ের করে। এসব মামলায় নিরপরাধ সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও রাজনৈতিক কর্মীদের আসামি করা হয়।

বিজ্ঞাপন

২০২৩ সালের ২৭ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব মামলা গভীরভাবে পর্যবেক্ষণ করে দ্রুত যাচাই-বাছাই শুরু করে পিপি টিম। আদালত, পুলিশ প্রশাসন ও আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় অধিকাংশ মামলাকেই মিথ্যা হিসেবে চিহ্নিত করে বিচার প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হয়।

অ্যাডভোকেট আদম সুফি বলেন, “আমরা চেয়েছি আইনের অপব্যবহার করে যেন কাউকে হয়রানি না করা হয়। মিথ্যা সাক্ষ্য, মনগড়া এজাহার ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার মানুষদের মুক্ত করাই ছিল আমাদের প্রধান অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “অনেক নিরীহ ভুক্তভোগী এখনও জানেন না যে তারা মামলামুক্ত। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা তাদের জানাতে চাই—আপনারা এখন মুক্ত, আপনাদের আর কোনো হাজিরা দিতে হবে না।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট জাকির হোসেন, অতিরিক্ত পিপি খলিলুর রহমান, অ্যাডভোকেট ইয়াছিনুল হক দুলাল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সহকারী পিপি আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলন।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আদালতের বিভিন্ন আইনজীবী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস

নির্দোষ পঞ্চগড় মানুষ মুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর